Course Guideline
এই কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফেসবুক মার্কেটিং স্ট্রাটেজি নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে একটি পেইজের মাধ্যমে লাইফটাইম ইনকাম জেনারেট করবেন, কিভাবে ফেসবুক অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, কিভাবে ইমেইল লিস্ট তৈরি করবেন, সিপিএ মার্কেটিং এর জন্য ফেসবুক মেথড কেমন হবে, কিভাবে পেইড ক্যাম্পেইন করবেন, পিক্সেল ট্র্যাকিং এবং কনভারসন ট্র্যাকিং সিস্টেম নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।এছাড়া ডাবল স্লটিংয়ের মাধ্যমে কিভাবে শুধুমাত্র কাস্টমারকেই টার্গেট করবেন, পেইড ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিদিন কিভাবে ৫০ ডলার আয় করবেন সেসব নিয়ে একটি বোনাস লেকচার রয়েছে।
তথ্য প্রযুক্তির এই যুগে ‘ফেসবুক’ হচ্ছে অধিক জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০১৬ সালের জরিপ অনুযায়ী, ফেসবুকের মাসিক একটিভ ব্যবহারকারীর সংখ্যা ১.৮৬ বিলিয়ন। এখন পর্যন্ত ফেসবুকে প্রায় ১৬ মিলিয়ন লোকাল বিজনেস পেইজ তৈরি হয়েছে। ৪২ % ব্যবসায়ী মনে করেন, ফেসবুক তাদের বিজনেসের প্রধান হাতিয়ার। বুঝতেই পারছেন, কোনো কোম্পানির ব্র্যান্ডিং কিংবা প্রমোশনের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মের গুরুত্ব কতখানি।
সুতরাং, আপনি যদি সোশ্যাল মিডিয়া সেক্টরে ক্যারিয়ার গড়ার প্রত্যাশা করে থাকেন, তাহলে রেপটোর এই পরিপূর্ণ কোর্সটি হতে পারে বেশ উপযোগী ।
Career Guideline
(১) ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন(২) যেকোনো লোকাল কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে জব করতে পারবেন
(৩)নিজের বিজনেস সফলতা পেতে ফেসবুক মার্কেটিং স্কিলের বিকল্প নেই
Course Requirement
যে কেউ কোর্সটি করতে পারবেন। তবে কিছু বিষয়ে বেসিক ধারণা থাকলে আপনার জন্য কোর্সটি অনেকটাই সহজ হয়ে যাবে। যেমনঃ কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে ধারণা রাখা এবং বেসিক ইংলিশ জানা থাকাCourse FAQ
Question 1 : (১) কোর্সটি কিভাবে করবো ?
Answer : উত্তরঃ রেপটো একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম । আপনি অনলাইনে ঘরে বসে আপনার সুবিধামত সময়ে আমাদের কোর্সগুলো করতে পারবেন ।
Question 2 : (২) কোর্সের সাথে কি ডিভিডি দেওয়া হবে ?
Answer : উত্তরঃ হ্যা, অফলাইনে শেখার জন্য কোর্সের সাথে ডিভিডি ফ্রি দেওয়া হবে। কোর্স অর্ডারের পর ডিভিডি আপনার ঠিকানায় হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
Question 3 : (৩) এই কোর্স শিখতে আমার কি কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে ?
Answer : উত্তরঃ যে কেউ এই কোর্স করতে পারবেন। তবে আপনার কম্পিউটার, ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।
Question 4 : (৪) আমি কি আপনাদের এখানে কোন ফ্রি কোর্স করতে পারবো ?
Answer : উত্তরঃ রেপটো থেকে বিভিন্ন বিষয়ের উপর বেসিক কোর্সগুলো ফ্রি করতে পারবেন। অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার পছন্দের কোর্সটি আজই শুরু করুন।
Question 5 : (৫) আমি কি কোর্স চলাকালীন বা কোর্স পরবর্তী ইন্সট্রাক্টরের কোন সাহায্য পাবো ?
Answer : উত্তরঃ জি, আপনি ই-টিচারের কাছ থেকে যেকোনো সহযোগিতা নিতে পারবেন। আপনাদের সর্বাত্নক সহযোগিতায় আমাদের সাপোর্ট টীম রয়েছে। এছাড়া ক্যারিয়ার বিষয়ক যেকোনো হেল্প পেতে আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন করুন।
No comments
Post a Comment